ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে সরকারী নির্দেশনা মোতাবেক লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে লকডাউনের ১ম দিনে ৭ টি মালায় ৩,৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।তাই সোমবার ৫ এপ্রিল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড সহ ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক পরিধান না করায় ৬ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ১ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৩৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ ও বিনামূল্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেন।