টি.পি ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে ৪শত কেজি (১০মণ) নিষিদ্ধ পিরানহ মাছ জব্দ করা হয়েছে। পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। তবে এর শরীরের রং কিছুটা লালচে এবং ধূসর। এই মাছের প্রধান বৈশিষ্ট্য হল এর ছোট শক্তিশালী চোয়াল। এর দুই পাটিতে ত্রিশূলের মতো দাঁত এতোটাই ধারালো যে শিকারের দেহ এক নিমেষে ছিন্নভিন্ন করে দিতে পারে। পিরানহা মাছ প্রজাতি ভেদে লম্বায় সাধারণত ৬ ইঞ্চি থেকে এক ফুট এমনকি দেড় ফুট পর্যন্ত হতে পারে। এই মাছকেই রাক্ষুসে স্বভাবের মাছ বলা হয়। পিরানহা হল স্বাদু পানির মাংসাশী মাছ। পিরানহা মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এমনকি আফ্রিকার উষ্ণ অঞ্চলে নদীর অববাহিকা, খাল, হ্রদ বিশেষ করে অগভীর জলাশয়ে। অনুকূল পরিবেশ পেলে পিরানহা মাছ ৮-১০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
ত্রিশাল মৎস্য অফিস সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৎস্য অফিসের সহকারি মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, অফিস সহকারি মামুনুর রশিদ ও জহিরুল ইসলামের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয় মৎস্য আড়ৎয়ে।
এ সময় রাখাল বাবুর আড়ৎয়ে অভিযান পরিচালনা করে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।অভিযানের খবর পেয়ে মাছের মালিক ভালুকা উপজেলার ভিরুনিয়া এলাকার আঃ মালেক পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মৎস্য অফিসের সিনিয়র মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুমের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়। জহিরুল ইসলাম জানান, জব্দ করা মাছের বর্তমান দাম ৬০ (ষাট) হাজার টাকা।