ত্রিশালে বাল্যবিবাহ বিরোধী শপথ অনুষ্ঠিত

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’কে সামনে রেখে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে বাল্যবিয়ে বিরোধী শপথ পাঠ করেছে বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেড ও গার্ল গাইডসের চার শতাধিক শিক্ষার্থী। বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ সমাবেশে শপথ নেন তারা।

সমাবেশের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বুধবার দুপুরে এ শপথ করান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিয়ে বিরোধী বিগ্রেড ও গার্ল গাইডসের কল্যাণে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা এখন অনেক সচেতন হয়েছেন। তারা জানেন কম বয়সী মেয়েকে বিয়ে দিলে কি কি ক্ষতি হয়। সে জন্যই ময়মনসিংহে এখন বাল্যবিয়ে শূণ্যের কোঠায়। তবে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা ও নজরদারি অব্যাহত রাখতে হবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনাম, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের প্রধান সমন্বয়ক রতন সরকার ও ব্রিগেডের লিডার মাহবুবা আলম তৃপ্তি।