স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১ নং মোক্ষপুর ইউনিয়নের ফুটি স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানি। বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার আয়োজন হয়েছে । তাতে খেলার ফলাফলে দেখা গেছে । সব সময়ই অবিবাহিত ফুটবল দল জয় লাভ করেছে।
এবারই প্রথম বিবাহিত দল ফুটবল খেলায় জয়লাভ করেছে। তাও আবার ১ – ০ গোলে।
এই প্রীতি ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে অসংখ্য লোক জন উপস্থিত হয়েছিল। খেলার শেষে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন, ইউপি সদস্য মোস্তফা কামাল প্রমুখ।