ত্রিশাল প্রতিদিন ডেস্কঃঃ আসছে ৩০শে জানুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচন। সকল দলের অংশগ্রহণে যেন মুখরিত পৌরসভা থেকে সারা উপজেলা।সকল দলের নেতা কর্মীদের মাঝে যেন জাতীয় নির্বাচনের আমেজ।তারই ধারাবাহিকতায় চলছে মনোনয়ন পত্র দাখিলের পর্ব।ইতি মধ্যেই মেয়র ও কমিশনার পদে মনোনয়ন পত্র দাখিল শেষ করেছেন অনেকেই।
আজ বৃহস্পতিবার (৩১/১২/২০২০) ইং ত্রিশাল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেয়র প্রার্থী ত্রিশাল পৌর বিএনপির সাংগঠনিক সস্পাদক রুবাইয়াত হোসেন শামীম (মন্ডল) মনোনয়ন পত্র দাখিল করেছে । দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা “মোহাম্মদ ফারুক মিয়া”র নিকট তিনি’ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত’ ছিলেন, কেন্দ্রীয়’ নির্বাহী’ কমিটি’র সদস্য’ ময়মনসিংহ’ দক্ষিণ’ জেলা’ বিএনপি’র আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি “ডা: মাহাবুবুর রহমান লিটন”, উপজেলা’ পরিষদে’র সাবেক’ চেয়ারম্যান’ ও সাবেক’ উপজেলা’ বিএনপি’র সাধারণ’ সস্পাদক’ “আলহাজ্ব জয়নাল’ আবেদীন”, উপজেলা’ বিএনপি’র সাবেক’ সিনিয়র’ সহ সভাপতি “এনামুল হক( ভুইয়া)”, সাংগঠনিক’ সস্পাদক “আতাউর রহমান শামীম”, যুগ্ন’ সাধারণ’ সস্পাদক “মুনজুরুল ওয়াহেদ ( নিক্সন)”, পৌর’ বিএনপি’র সাবেক’ সিনিয়র’ সহ’ সভাপতি “গোলাম রব্বানী বাদল”,উপজেলা বিএনপি’র সাবেক’ দপ্তর’ সম্পাদক “আনিসুজ্জামান আনিস মৃর্ধা”, পৌর’ বিএনপি’র যুগ্ন’ সাধারণ’ সস্পাদক “আলেক চাঁন দেওয়ান”, উপজেলা যুবদলে’র সাবেক’ যুগ্ন’ আহবায়ক “আমিনুল’ ইসলাম’ আমিন সরকার”, পৌরসভা’র সাবেক’ ভারপ্রাপ্ত’ মেয়র “আমিনুল ইসলাম খোকন”, সাখুয়া ইউনিয়নে’র চেয়ারম্যান “হাজী শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া”, উপজেলা ছাত্র দলে’র সাবেক’ সভাপতি “কেরামত হোসেন আকন্দ”, বিএনপি নেতা “ইব্রাহিম খলিল” পৌর বিএনপি’র সাবেক’ যুগ্ন’ সাংগঠনিক সস্পাদক “মোশাররফ হোসেন মিলন”, ছাত্রদলে’র সাবেক সভাপতি “মাজারুল আলম জুয়েল মন্ডল”,পৌর যুব দলে’র যুগ্ন’ আহ্বায়ক “আলমগীর কবির”,উপজেলা ছাত্র দলে’র আহ্বায়ক “ফারুক আহমেদ”, পৌর ছাত্র দলে’র আহ্বায়ক “শরিফুল ইসলাম (নয়ন)” উপজেলা শ্রমিকদলে’র আহ্বায়ক “ফিরুজ (নুন)” উপজেলা শ্রমিকদলে’র সাবেক সভাপতি “শফিউল আলম শোভা”, উপজেলা কৃষক দলে’র আহ্বায়ক “নুর মোহাম্মদ”,জাসাস দলের আহবায়ক “জামান”, মুক্তিযোদ্ধা প্রজন্মদলে’র সভাপতি “আছাদুজ্জাম (আসাদ)” এবং অন্যান্য অঙ্গসংগঠনে’র নেতৃবৃন্দ।