মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের অলহরী জয়দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে জয়দা খানবাড়ি গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার এস আই সাইদুজ্জামান জানান,উপজেলার বগারবাজার গ্রামের রাকিবুলের ৬ বছর বয়সী শিশুকন্যা রিমি তার খালার বাড়ি একই উপজেলার অলহরি জয়দা খানবাড়িতে বেড়াতে আসে।
সকালে পুকুরে রিমি তার খালাতো বোন ৫ বছর বয়সী তাইয়েবাকে নিয়ে পুকুরে গোসল করতে যায়।অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে স্বজনরা খোজাখুজি শুরু করে।কোথাও না পেয়ে পুকুরে নেমে দেখে পানিতে তলিয়ে আছে।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এসময় এলাকাবাসী ও স্বজনদের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।