ত্রিশালে পথ শিশুদের নিয়ে কিশোরের ইফতার

শামিম ইশতিয়াকঃ সমাজের বিত্তবান পেশাজীবি মানুষেরা যেখানে নিজেদের ভোগ বিলাসে ব্যাস্ত, হাতেগোনা কয়েকজন বাদে যাদেএ আশেপাশে তাকানোর সময় নেই, সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য যাদের নেই কোন ভাবনা, সেখানে পেশাগত কোন আয় রোজগার না থেকেও বাসা থেকে দেওয়া হাত খরচ জমিয়ে সামাজিক মূল্যবোধ থেকে ত্রিশালের পথশিশুদের সাথে এক বেলা সময় কাটাতে, শিশু শ্রমিকদের মুখে এক বেলা আহার তুলে দিতে ত্রিশালের এক কিশোর নিয়ে নেয় এক অনন্য উদ্যোগ,  নিজ উদ্যোগে এবং বন্ধুদের সহযোগিতায় ত্রিশালের পথশিশুদের সাথে নিয়ে আয়োজন করে ইফতারের, হতদরিদ্র, অসহায়, এতীম এবং বিভিন্ন দোকান, হোটেলে কাজ করা শিশুদের জন্য আয়োজন করে ইফতারে এক বেলা খাবারের।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের বাসিন্দা আমিন আহমেদ উদয় ময়মনসিংহ কমার্স কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, তার সাথে কথা বললে সে জানায় ইফতারের সময়টাতে আমরা যখন সবাই নিজেদের পরিবার নিয়ে ব্যাস্ত থাকি তখন এই শিশুরা বাদ যায় এই আনন্দ থেকে তাই তাদের সাথে  আনন্দ ভাগাভাগি করতে আমার জমানো টাকা থেকে বন্ধুদের সহযোগিতা নিয়ে তাদের সাথে আমার একটু সময় কাটানোর এই প্রচেষ্টা মাত্র।
কিশোর উদয়ের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, তাদের ধারণা এভাবে প্রতিটি কিশোরের মাঝে সমাজ নিয়ে ভাবনা জন্ম হলেই সৃষ্টি হবে একটি ভেদাভেদহীন সমাজের।