এইচ এম জোবায়ের হোসাইন:: সকল জল্পনা-কল্পনা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে নৌকার মনোনয়ন পেলেন মহাজোট প্রার্থী সাবেক সাংসদ হাফেজ রুহুল আমীন মাদানী। এ খবরের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগ তথা ত্রিশালবাসী বহিরাগত প্রার্থী থেকে মুক্ত হলেন এমনটাই দাবী স্থানীয় আওয়ামীলীগের।
অপরদিকে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এখনো। অপক্ষোর প্রহর গুনছে তারা। কে পাচ্ছেন বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন? এমন প্রশ্ন এখন দলীয় নেতা-কর্মীদের। মহাজোট থেকে মনোনয়ন পাওয়া স্থানীয় প্রার্থী রুহুল আমীন মাদানীকে মনোনীত করায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার আওয়ামীলীগ ও অঙ্গ দলের নেতা-কর্মীরা তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাদানীর মনোনয়নের খরব সামজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। স্থানীয় প্রার্থী হওয়াই ত্রিশালের নেতা কর্মীদের মাঝে ফিরে এসছে প্রানচঞ্চল্য।
অপরদিকে ১৯৯৬ সালে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচেন মহাজোটের প্রার্থী মাদানীর স্থানীয় ভাবে রয়েছে জনপ্রিয়তা। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট যদি দলীয় মনোনয়নে ভুল কোন সিদ্ধান্ত নেন তাহলে আসন পূনরোদ্ধারে হিমশিম খেতে হবে এমনটাই মনে করেন স্থানীয় বিএনপি। তাই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নির্ধারণে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী দেয়ার দাবী জানিয়েছেন তৃণমূল নেতারা। বিএনপির দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬জন প্রার্থী মনোনয়ন পেতে ফরম সংগ্রহ সংগ্রহ করেছেন। তারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলার সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন সরকার, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, ছাত্রদলের কেন্দ্রীয়নেতা ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ শাহাবুল আলম ও ওলামাদলের কেন্দ্রীয় সদস্য হাঃ মাও. মাহমুদুল হাসান শামীম। বড় দুটি দলে প্রার্থী সমীকরনে দলীয় নেতাকর্মীরা দ্বিধাদ্বা দন্দে থাকলেও অবসান হয়েছে মহাজোটে। এখন অপেক্ষার পালা জাতীয় ঐক্যফ্রন্টের। তবে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির বিকল্প কোন প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রার্থী নির্ধারণের দিকে তাকিয়ে আছে তৃনমূল বিএনপি। নৌকার সমাধান হলেও সব কিছুর শেষ হিসাব হচ্ছে কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপির মাঝে।