ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা নামাপাড়া এলাকায় শিলা নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ দুই বছরেও শেষ হয়নি।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায়, এই ব্রিজের কাজ দুই বছর আগে শুরু হলেও কয়েকজন লোক দিয়ে ধীরে ধীরে কাজটি করে আসছে আর এখন ব্রিজের কাজটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এলাকাবাসী আরও জানায়, ঠিকাদার মনজুরুল হক এর সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে প্রায় সময়ই উনাকে পাওয়া যায়না। কখনও পাওয়া গেলেও শুধু বলে আসবে। প্রতিনিয়ত এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে, বিশেষ করে ব্রিজের সাথে ধলা নামাপাড়া ডাঃ আবুল কাশেম দাখিল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ভোগান্তি চড়ম পর্যায়ে চলে গিয়েছে, এছাড়া ধলা নামাপাড়া ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজটি। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজটি সম্পন্ন করার জন্য এলাকাবাসীর প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে।