ত্রিশালে গরু চুরি রোধে রাত জেগে পাহারা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক: রাতটি পোহালেই পবিত্র ঈদুল আজহা, কোরবানির জন্য প্রস্তুত করে রাখা গরুগুলো চুরির হাত থেকে রক্ষায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামে লোকজন রাত জেগে পাহারার ব্যবস্থা নিয়েছেন।

কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরের উৎপাত বেড়েছে। কিছুদিন আগে সাখুয়া ইউনিয়নের আমেনা বেগমের ৬০ হাজার টাকার একটি ষাঁড় গরু চুরি করে নিলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। এ অভিযোগের ভিত্তিতে ত্রিশাল থানার এস,আই আব্দুল লতিফ ও এস,আই পলাশ বেনার্জী ত্রিশাল ও ভালুকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে গরু চুরের মূলহোতা ইস্রাঈলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালতে ইস্রাঈল ১৬৪ ধারা জবান বন্দি দিলে তার সূত্র ধরে সাখুয়া ইউনিয়নের হাসমত আলীর ছেলে ওহিদ (৪০)কে গ্রেফতার করা হয়। এ নিয়ে ত্রিশাল থানায় ৪৫৭/৩৮০ধারা দন্ড বিধি একটি মামলা হয়েছে। মামলা নং ৩২। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, গরু চুরের দু’জন সদস্য তাদের নিজের মুখে স্বিকার করেছে তারা গরু চুরি করে ঢাকার একটি বাজারে ৫০ হাজার টাকা বিক্রি করে দিয়েছে। এই চুরির ঘটনার পর গোটা এলাকায় গরু চুরি রোধে লোকজনের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়। তারা রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।