ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ আবারো ময়মনসিংহের ত্রিশালে অগ্নিকান্ডে মুড়ির গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছর ০২ নং ওয়ার্ডে প্রয়াত আজীজ মহাজনের একটি মুড়ির গোডাউন অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আর এবার ৫নং ওয়ার্ডে।
এলাকাবাসি বাসি সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাত ১১টার দিকে ত্রিশাল পৌরসভার ০৫নং ওয়ার্ডে শেখ ফয়েজ উদ্দিন এন্টারপ্রাইজের মুড়ির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা প্রায় ০২ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক জানান, অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ গোডাউনে মুড়ি ছাড়াও ভুট্রা, ফিড খাবারসহ অন্যান্য মালামাল ছিল।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। প্রায় দুই ঘন্টার চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে।