ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আদালতের রায় অমান্য করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিরীহ এক ব্যক্তির ভিটা-মাটি জোড়পুর্বক দখলে নিয়ে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী চক্তের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার বৈলর ইউনিয়নের ২২২৭ নং বিআরএস খতিয়ানের ৯৪৭৭নং বিআরএস দাগের ২৩শতাংশ বাড়ীর জমি জোড় পুর্বক দখলে নেওয়ার ঘটনায় ভুমির প্রকৃত মালিক নিরীহ আবুল হোসেন প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যার মামলা নং-১০৪২/১৯।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত ভুমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মামলার ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৪ ধারা জারী করলেও প্রভাবশালী বিবাদী পক্ষ স্থানীয় হযরত আলীর পুত্র আব্দুর রহিম এর নেতৃত্বে জহির উদ্দীনের ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে বাবুল, আব্দুর রহিমের ছেলে আব্দুল সেলিম, ও শাহিন নামক আসামীরা আদালতের রায় কে অমান্য করে তফসীলকৃত জমিতে ঘর উত্তোলন শুরু করেছে বলে অভিযোগ উঠেছে ।
আবুল হোসেন জানান, আসামীরা আমার জমিতে কোর্টের নির্দেশ অমান্য করে ঘর উত্তোলন করেছে আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।
এদিকে আদালতের নির্দেশ অমান্য করে আসামীরা তফসিল কৃত ভূমিতে ঘর উত্তোলন করায় স্থানীয়দের বিভিন্ন কানাঘুষা ও তীব্রসমালোচনার সৃষ্টি হয়েছে।