আরিফ রববানী ময়মনসিংহ : যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন অর্পণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল ও ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।
দিনভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস মন্ডল ইউনিয়নে অবস্থিত বিভিন্ন স্কুলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং বিজয় দিবসের নানান কার্যক্রমের উদ্বোধন করেন।
বিকালে ৩টায় স্থানীয় পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া মাহফিল ও প্রীতিভোজ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উসমান গণি সরকার,২নং ওয়ার্ডের মেম্বার বাচ্চু মিয়া,৩নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম,৪ নং ওয়ার্ডের মেম্বার তফাজ্জল হোসেন,৫নং ওয়ার্ডের মেম্বার আকরাম হোসেন,৬নং ওয়ার্ডের মেম্বার রেজাউল হাসান (আসাদ),৭নং ওয়ার্ডের মেম্বার বুলবুল আহমেদ (বুলু). ৮নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন,৯নং ওয়ার্ডের মেম্বার পারভেজ মিয়া,১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুইটি আক্তার,৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।