আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাংসা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জন ড্রেজার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ ড্রেজার মালিক কে ১,৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে বৃহস্পতিবার (২১শে অক্টোবর) দুপুরে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রাংসা নদী থেকে স্থানীয়ভাবে তৈরি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। অবৈধ ড্রেজার মালিকদের নাম ফয়জুল, বিল্লাল এবং উজ্জ্বল। তারা উপজেলার দাদরা ও ধুলিরকান্দা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত জানান, অবৈধভাবে রাংসা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালিখা এবং তারাকান্দা ইউনিয়নের দাদরা ও ধুলিরকান্দা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিন ড্রেজার মালিককে১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলায় অবৈধভাবে কোন ড্রেজিং ব্যবহার করে মাটি বিক্রি করতে পারবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।