ভারতকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ০৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।ম্যাচের প্রথম ভাগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ০৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২৮ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলা এ ওপেনার এদিন ফেরেন ১১ বলে মাত্র ৯ রান করে। এরপর নিয়মিত বিরতিতে ফেরেন ফখর জামান (১১) ও মোহাম্মদ হাফিজ (১১)। শেষ ভাগে ০৫ উইকেট হাতে রেখে ০৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ।দলীয় ৩৬ রানে গাপটিলক আউট হয় হ্যারিস রউফের বলে। ২০ বলে ১৭ রান করেন তিনি।০৯ম ওভারে ইমাদ ওয়াসিমের বলে আউট হয় আরেক ওপেনার ড্রাইয়েল মিচেল। ২০ বলে ২৭ রান করেন তিনি। আর দুই রান যোগ হতেই হাফিজের শিকার হন নিশাম(১)। এরপর বিদায় নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। হাসান আলীর সরাসরি থ্রোতে রান আউট হন তিনি। ফেরার আগে ২৬ বলে ২৫ রান তুলেন তিনি। ১১৬ রানে হ্যারিসের শিকার হন ২৪ বলে ২৭ রান করা কনওয়ে। এক বল পরেই হাসান আলীর ক্যাচ বানিয়ে ফিলিপ্সকে(১৩) ফেরান রউফ। ১৯তম ওভারের শেষ বলে আফ্রিদির বলে হাফিজের ক্যাচ হয়ে ফিরেন টিম সিফের্ট (৮)। ইনিংসের শেষ বলে মিচেল স্যান্টনারের(৬) স্ট্যাম্প উড়িয়ে দেন হ্যারিস রউফ। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমেছে কিউইরা। ২২ রানে ৪ উইকেট নেন হ্যারিস রউফ। একটি করে উইকেট শিকার করেন আফ্রিদি, ইমাদ ও হাফিজ।