শামীম(ত্রিশাল প্রতিনিধি): আগামী ২৫ মে ১১জৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী। এ জন্মবার্ষিকী ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত করে ত্রিশাল উপজেলা প্রশাসন।
সোমবার ১৩ মে সকাল ১১ ঘটিকায় ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির।
নির্বাহী অফিসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি,সহকারি কমিশনার( ভূমি) এরশাদ উদ্দিন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান,স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান,সাংবাদিক বৃন্দ।