জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্ররাজনীতি বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা দুই দফা দাবি পেশ করে এবং এরপরই ছাত্ররাজনীতি বন্ধ ঘোষনা করা হয় । বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিদেরর সঙ্গে জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে “ছাত্র-রাজনীতি” বন্ধের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 দুই দফায় বলা হয়- ০১. বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি অর্থাৎ ছাত্ররাজনীতি, শিক্ষক রাজনীতি ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি বন্ধ করতে হবে।

০২. প্রশাসনিক দায়িত্ব বন্টনের প্রেস রিলিজ বাতিল করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন প্রশাসন গঠন করতে হবে। ছাত্ররাজনীতি বন্ধ হলেও বন্ধ হয়নি শিক্ষক রাজনীতি ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি।

 এ ব্যাপারে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা দুই দফা দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পেশ করেছি। কিন্তু প্রশাসন আমাদের প্রথম দফার কিছু বিষয় মেনে নিয়েছে। দুই দফা বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। রোববার থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।