মো. নজরুল ইসলাম:: জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে সাধারন (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০১৮ পাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন। বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ ব্রিগেড গঠন করে এ পদক পাচ্ছেন তিনি
।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ ইউএনও আবুজাফর রিপন জাতীয় পর্যায়ে সাধারন (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০১৮’র জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছেন। দলগত পদকপ্রাপ্ত অন্যান্যরা হলে উপজেলা সহকারী কমিশনার ভুমি এরশাদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
আজ (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাল্য বিয়ে প্রতিরোধে ব্রিগেড গঠনের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধে কার্যকরী ভুমিকা রাখায় এ প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ২৭তম বিসিএসে প্রশাসনিক ক্যাডারে যোগদান করার পর থেকে ইতিপূর্বে তিনি যশোহরে,মুনিাসগঞ্জে সহকারী কমিশনার ভুমি ও নেত্রকোনায় ও ত্রিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। আবু জাফর রিপন বরিশাল বানাড়ীপাড়া উপজেলায় জন্মগ্রহন করেন।
উল্লেখ্য ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ত্রিশালে শিক্ষার্থীদের মাঝে এক যোগে সাড়ে তিন লক্ষ চারা বিতরনের মাধ্যমে সবুজ বিপ্লব করায় ময়মনসিংহ বিভাগ ও জেলার শ্রেষ্ট ইউএনও এর পদক পান।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদক পাওয়ায় ত্রিশালের প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ্য মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।