জোবায়ের হোসাইন:: বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে ব্রিগেড টিম গঠন ও এর কার্যকরী ভূমিকায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জনপ্রশাসন পদক পাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজাফর রিপন। ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবসে’ ওসমানী মিলনায়তনে এ পদক তুলে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজাফর রিপন সবুজ ত্রিশাল গড়ার লক্ষে ‘সবুজ ত্রিশাল’ পর্ব-১ নামে ত্রিশাল উপজেলায় ২ বছর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একযোগে প্রায় ৩লক্ষ ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরবর্তিতে গত বছর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার অংশে উভয় পাশে ‘সবুজ ত্রিশাল’ পর্ব-২ নামে কৃষ্ণচুড়া গাছের চারা রূপন করে ব্যবপক সফলতা অর্জণ করেন। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজাফর রিপন জানান, এ সফলতা আমার একার নয়, সমগ্র ত্রিশালবাসী বাল্যবিবাহ প্রতিরোধে ব্রিগেড টিম গঠনে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, বর্তমানে ১৮টি ব্রিগেড টিমে ১৮৮জন সদস্য বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। বর্তমানে এ উপজেলা বাল্যবিবাহ মুক্ত। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একযোগে প্রায় ৩লক্ষ চারা বিতরণ ও মহাসড়কের উভয় পাশে কৃষ্ণচুড়া গাছগুলোও বর্তমানে দৃশ্যমান।