ময়মনসিংহ মেডিক্যা”ল কলেজ ও হাসপাতালে”র পরিচালকে”র দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়া”র জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ। ৪ বছর ৮ মাস দায়িত্ব পালনে’র পর এখন চলছে অবস’র জীবন। বছর খানেকে’র বেশি সময় হলো ফুরিয়েছে চাকরি’র মেয়াদ। এরপর করোনা মহামারি’র মধ্যে ঘর থেকে বের হওয়া হয়নি। দূরে আছেন ব্যস্ত জীবন থেকে। এর মধ্যেই হঠাৎ নিজে’র ফেসবুকে চাকরি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।
নাসির উদ্দীন রোববার এক পোস্টে লিখেছেন, ‘প্রিয় ও শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী। আজ ০১ বছর ০২ মাস ঘরে বসা। এলপিআর শেষ। সংসার ও নিজ’কে কর্মক্ষম রাখতে কিছু করা প্রয়োজ’ন। নিজে’র ভবিষ্যৎ চিন্তা করিনি। হালাল ও হারামে’র সংমিশ্রনে এ জীব’ন। মেডিকে’ল ও নন মেডিকে’ল যে কোন সেক্টরে কোন নিবেদিত ও সৎ ব্যক্তি হিসাবে বিবেচনায় নিয়ে কোন প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশে’র যে কোন স্থানে চাকুরি’র সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।
চাকরি চেয়ে ফেসবুকে দেয়া এই পোস্টে নিজের ফোন নম্বররও দিয়েছেন নাসি’র উদ্দিন আহমেদ।
এদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসি’র উদ্দিন আহমেদ চাকরি চেয়ে স্ট্যাটাস দেওয়া’য় অনেকে আশ্চর্য ও হতাশ হয়েছেন। তার সামাজিক মর্যাদা অনুযায়ী এটা করা উচিৎ হয়নি বলেও মনে করেন কেউ কেউ। এবার সেই বিষয়েও নিজের বক্তব্য জানালে’ন সাবেক এই সেনা কর্মকর্তা। সোমবা’র (১৩ সেপ্টেম্বর) বিকালে অপ’র এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার অনেক শুভাকাঙ্ক্ষী হতাশ হয়েছেন এ পোস্ট দেখে। আমা’র সামাজিক মর্যাদা অনুযায়ী এটা করা উচিৎ হয়েছে কিনা এটা নিয়ে তাদের ভাবনা।’
তিনি বলেন, ‘আমি একজ’ন সাধার’ণ নাগরি’ক হিসেবে কাজ করতে চাওয়া অপরাধ নয়। পেট চালানো’র জন্য নয়। নিজকে কার্যক্ষম রাখতে চাওয়া অপরাধ নয়। হেলথ সেক্টরে অনেকেই জানি। কেমন মানুষ তারা? যারা আমাকে ভালবাসেন তারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন। আপনাদে’র দোয়া ও শুভকাম’না কাম্য। আমারও ভুল হয়। আমা’র কাছে যা ঠিক তা অন্যের কাছে নাও হতে পারে। আমি আমার লক্ষ্যকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ্।’ তথ্য সূত্র-নজর ২৪