কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস উদযাপন

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দোহার আবহামুর দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন রাষ্ট্রদূত আসুদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া বাংলাদেশ স্কুল,আওয়ামী লীগ,যুবলীগ, শ্রমিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,
,নবীণ লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়।

দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলরা।

পরে রাষ্ট্রদূত বলেন,বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্য বিদেশিরা বাংলাদেশের প্রসংশা করছে।