কবি জালাল উদ্দিন আহম্মেদের সংক্ষিপ্ত পরিচিতি

নিজস্ব প্রতিবেদক : কবি প্রাঙ্গণ বাংলাদেশ, হালুয়াঘাট,ময়মনসিংহ এর কাব্যচর্চার অন্যতম পথিকৃৎ জালাল উদ্দিন আহম্মেদ। তিনি ১৯৬৬ সালের ২ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোঃ আবদুল খালেক মিয়া এবং মাতা মৃত মোছাঃ আছিয়া খাতুন। আট ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ।

পড়াশোনা –
হালুয়াঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়।
হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ।

কর্মজীবন (প্রভাষক : বাংলা) –
বওলা মহাবিদ্যালয়, ফুলপুর, ময়মনসিংহ।
কলসিন্দুর কলেজিয়েট স্কুল, ধোবাউড়া, ময়মনসিংহ।
চাঁদপুর এমদাদুল উলুম আলিম মাদরাসা, কাপাসিয়া, গাজীপুর।
ধুরাইল জে ইউ আলিম মাদরাসা, হালুয়াঘাট, ময়মনসিংহ।

সাংগঠনিক কার্য়ক্রম –
সাহিত্য সংগঠন : সাহিত্য ও সংস্কৃতি বিকাশের জন্য স্থানীয়ভাবে নিম্নলিখিত সংগঠনগুলো গড়ে তুলেছেন।

কবি প্রাঙ্গণ বাংলাদেশ।
হালুয়াঘাট তরুণ লেখক পরিষদ।
কবিতা পরিষদ, হালুয়াঘাট।
কংশ নন্দিনী, হালুয়াঘাট।
বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, হালুয়াঘাট।
কবিতা বাংলা, হালুয়াঘাট।
বাংলাদেশ পোয়েটস ক্লাব, হালুয়াঘাট।
কবিতা মঞ্চ, ময়মনসিংহ।

সামাজিক সংগঠন –
সাবেক সভাপতি –
হালুয়াঘাট সাধারণ পাঠাগার।
হালুয়াঘাট উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ( কোতোয়ালি থানা,ঢাকা )।
পল্লী মানবিক উন্নয়ন সংস্থা ( হালুয়াঘাট )।
মাদরাসা টিচার্স ক্লাব ( হালুয়াঘাট )।
সাবেক সহ-সভাপতি –
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, হালুয়াঘাট।
জমিয়াতুল মুদারেছিন, হালুয়াঘাট।

সাধারন সম্পাদক –
মাদ্রাসা জেনারেল শিক্ষক পরিষদ, ময়মনসিংহ।

সাবেক সদস্য সচিব-
হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি।
টিচার্স ক্লাব, হালুয়াঘাট।
বঙ্গবন্ধু পরিষদ, হালুয়াঘাট।

রাজনৈতিক সংগঠন-
সভাপতি-
ছাত্র ইউনিয়ন, হালুয়াঘাট(১৯৮১)।
বাংলাদেশ ছাত্রলীগ, হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজ শাখা।
বাংলাদেশ ছাত্রলীগ, হালুয়াঘাট উপজেলা শাখা।
আমরা ক’জন মুজিব সেনা, হালুয়াঘাট।

আহ্বায়ক –
ছাত্র সংগ্রাম পরিষদ, হালুয়াঘাট।

যুগ্ম আহ্বায়ক –
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

কাব্যগ্রন্থ –
ত্রিভুজের প্রথম বাহু।
নক্ষত্রের পাশে।
জলের চাঁদ।

যৌথ কাব্যগ্রন্থ –
সাত তরুণের কবিতা।
ছুঁয়ে যাও এই প্রান্তর।
কাব্যডিঙ্গা।
একশ কবির প্রেমের কবিতা।
চাঁদের হাট।
বাঁকা চাঁদের হাসি।
প্রতিভা দ্যুতি।
তবুও ভালোবাসি।

পুরষ্কার সমূহ –
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ও পল্লী সাহিত্য গবেষণা পরিষদ কতৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা।

তথ্য সংগ্রহ- রাফায়েল আহমদ লন
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
কবি প্রাঙ্গণ বাংলাদেশ।

কবি- জালাল উদ্দিন আহম্মেদের সাথে “ত্রিশাল প্রতিদিন” এর নিজস্ব প্রতিবেদক মোমিন তালুকদার ও রাফায়েল আহমদ লন।