এলাকায় গেলে মানুষ গালি দেয়: অর্থমন্ত্রী

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সড়ক ও জনপথ অধিদফতরে আয়োজন করা হয় “মহাসড়কের লাইফ টাইম চ্যলেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাস্তার অবস্থা এতো খারাপ যে এলাকায় গেলে মানুষ গালি দেয়। গাড়ির গ্লাস নামাতে পারি না।

প্রধানমন্ত্রী হাজার বার বলার পরেও সড়কের কাজ ঠিকমত হয় না। প্রতি বছর সড়কের উন্নয়নের জন্য ২৫-৩০ হাজার কোটি টাকা বাজেটে দিচ্ছি, এর পরেও সড়ক ভালো হয় না। এত রাস্তার প্রকল্প নেয়া হচ্ছে কেনো? এসময় তিনি সড়ক সচিবকে উদ্দেশ্য করে বলেন, মনের আনন্দে প্রজেক্ট নিয়ে আসেন! সব বন্ধ করে দেবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।