উরন্ত মোটরবাইকে টহল চালু করতে যাচ্ছে দুবাই পুলিশ

উরন্ত মোটরবাইকে পেট্রোল ব্যাবস্থা চালু করতে যাচ্ছে দুবাই পুলিশ। ইতিমধ্যে এর সফল পরিক্ষা চালিয়েছে। স্মার্ট শহর পরিকল্পনার একটা অংশ হিসেবে দুবাই পুলিশ এই পরিকল্পনা নিয়েছে।

রাশিয়ান প্রযুক্তির বিশেষ এই যানটিতে মাত্র একটি আসন রয়েছে, যা একাধারে ২৫ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারবে এবং এটির গতিবেগ হবে ঘন্টায় ৪০ কিলোমিটার। এটি ৬০ পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

হোভারসার্ফের সিইও আলেকজেন্ডার আতামানভ তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে জানান,ইতিমধ্যে এর ব্যাপক উৎপাদনের জন্য দুবাইয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।