ভাংনামারীতে তৃতীয়বার বিজয়ী হয়ে হ্যাট্রিক করতে চান মেম্বার মালেক

আরিফ রববানী, ময়মনসিংহ::গৌরীপুর উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পর-পর দুইবার নির্বাচিত মেম্বার হিসাবে ন্যায় নিষ্ঠা ও সাহসীকতার সাথে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার আহসান হাবিব মালেক। চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারো  টিউবওয়েল প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয়ের অপেক্ষায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

 মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে  বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ওয়ার্ড বাসীদেরকে তার দক্ষতার মাধুর্যতা দেখিয়েছেন। পাশাপাশি ইউনিয়নের একজন মেম্বার ও সমাজ সেবক  হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করছেন।

তিনি বর্তমান সরকারের  নির্দেশে ৩নং ওয়ার্ডে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দারিদ্রতা নির্মূল, বাল্য বিয়ে প্রতিরোধ, সকল স্তরে শিক্ষার মানবৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ইত্যাদি নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছেন । ওয়ার্ডের অসহায় ও সেবাগ্রহণ-কারীদের কষ্ট লাগবে দিন রাত অসহায় মানুষের কষ্টের কথা শুনে তা সমাধান করেন এবং ছুটে যান গরীব হত-দরিদ্র দুঃখী মানুষের পাশে।  মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে জনগণের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে কাজ করছেন।

সরজমিনে ৩নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখা যায়, বর্তমান  মেম্বার আহসান হাবিব মালেক এর অধীনে উন্নয়নের ছোয়া লেগেছে অনেক। তিনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এলাকায় সাধারণ মানুষের সাথে থেকে ওয়ার্ডের উন্নয়নে শ্রম দিচ্ছেন।  আর এ কারণেই একজন জনবান্ধব জনপ্রতিনিধি  তাকে আবারোও তৃতীয়বার মেম্বার হিসাবে দেখতে চান স্থানীয় লোকজন। তিনি এলাকায় মাদক নির্মূলসহ অনেকগুলো উন্নয়নের কাজ করেছেন। তিনি যুব সমাজকে নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন।

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বসেছে, এই উন্নয়নের  ছোঁয়া দেশের  প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডের ন্যায় গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও  বিভিন্ন উন্নয়নের পাশাপাশি  মাদক, বাল্যবিয়ে এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তা নির্মুল করে যাচ্ছেন দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার মালেক ।  তিনি অসহায় মানুষের পাশে থেকে দারিদ্র্যতা দূর করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। মেম্বার মালেক ৩নং ওয়ার্ড বাসীর একজন বিশ্বস্ত হাতিয়ার, একজন সৎ নির্বিঘ্ন ও পরিচ্ছন্ন জনপ্রতিনিধি।  যিনি মেম্বার হিসাবে দায়িত্ব পালন ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। এছাড়া তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখছেন। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ বাল্যবিবাহ দূরীকরণ,বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা প্রদান  সহ বিভিন্ন সরকারি অনুদান সুষম বন্টন করেছেন তিনি। এছাড়াও সালিশি মীমাংসায় তিনি কারো পক্ষপাতিত্ব না করে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে সবসময় খেয়াল রাখেন।এসব কারণে আবারো তিনি  জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। জনগণের খেদমত করার মানসিকতা নিয়ে তিনি সাধারন মানুষের পরামর্শে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে  আসন্ন ইউপি নির্বাচনে তৃতীয়বারের মত আবারো  মেম্বার পদপ্রার্থী প্রার্থী হিসাবে টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।করোনাকালীন মহাদুর্যোগে নিজস্ব অর্থায়নে দিয়ে গেছেন নজিরবিহীন সেবা যে কারণে তিনি ৩নং ওয়ার্ডের সফল মেম্বার মালেক। আধুনিক মডেল ওয়ার্ড রুপান্তর ও এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। আগামীতে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এমনটা আমরা আশা  করি। মেম্বার মালেক তার আগামীর পরিকল্পনা দিয়ে ভরিয়ে দিতে চান গোটা সমাজ ব্যবস্থাকে। তার উন্নয়নের ছোয়া লেগেছে ওর্য়াডের প্রতিটি পাড়া-মহল্লায় । অত্র ওয়ার্ডে  উন্নয়নমূলক কাজ হয়েছে বিধায় পুণরায় তাকে আবারও মেম্বার হিসেবে দেখতে চান বলে ভোটাররা জানান  ।

এব্যাপারে ভাংনামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব মালেক  বলেন- সরকারের স্লোগান “প্রতিটি গ্রাম হবে শহর” তা বাস্তবায়নের জন্য জনগনকে পাশে রেখে তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি এবারও তৃতীয়বারের মতো মেম্বার পদ প্রার্থী। যদি আমি আবারো নির্বাচিত হই, এই এলাকার মানুষের জন্য কাজ করবো। যে সব কাজ অসম্পূর্ণ আছে, সেগুলো সম্পন্ন করবো। আমি আমার নীতি আদর্শকে কাজে লাগিয়ে জনগণের উন্নয়নের স্বার্থে রাজনীতি করি। আমি চাই আমার এলাকার গরীব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য কিছু করতে। আমি আপনাদের সন্তান, আমি পুনরায় মেম্বার নির্বাচিত হয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করতে পারলে রাস্তাঘাট শিক্ষা-শিক্ষার ব্যাপক উন্নয়নসহ অত্র ওয়ার্ডকে পরিপূর্ণ ডিজিটাল আদর্শিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে সমাজের অবক্ষয় রোধে মাদকের ব্যাপারে সরকার কর্তৃক ঘোষিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি আশা পোষণ করেন জনগণের দুঃখ দুর্দশা লাগবে ও ওয়ার্ডের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে  জনগণ তাকে আবারও  ভোট দিয়ে তৃতীয়বারের মতো মেম্বার নির্বাচিত করবেন।