ইয়ামাহার তিন চাকার মোটরসাইকেল ‘নিকেন’

জাপানি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা আকর্ষণীয় তিন চাকার স্পোর্ট বাইক উন্মুক্ত করেছে। ৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে এই বাইক উন্মুক্ত করা হয়। লিনিং মাল্টি হুইলার (এলএমডব্লিও) প্রযুক্তির এই বাইকের নাম দিয়েছে প্রতিষ্ঠানটি ‘নিকেন’।

জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়। প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডব্লিও প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিং এর সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভূতি প্রদান করবে। ইয়ামাহা দাম এবং এই স্পোর্ট বাইকের বিষয়ে বিস্তারির তেমন কিছুই জানায়নি। তবে এই মোটরসাইকেলের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একটি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সকল তথ্য মিলানে ইআইসিএমএ শো’তে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: স্ল্যাশগিয়ার।