ইরান ফেরত ১২১ কাতারী নাগরিককে কোয়ারেন্টাইন থেকে রিলিজ প্রদান

ইরান ফেরত ১২১ কাতারী নাগরিককে কোয়ারেন্টাইন থেকে রিলিজ প্রদান

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আজ ১২ই মার্চ বাসায় পাঠিয়ে দেয়া হলো কাতারের ১২১ জন নাগরিককে, যারা সম্প্রতি ইরান সফর করার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন মনে করে তাদের কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।

কাতারের পুরাতন এয়ারপোর্টের নিকটে পাঁচ তারকা রোটানা হোটেল ‍তাদের রেখে আন্তর্জাতিক মানের পরীক্ষা করা হয়। দীর্ঘ ২ সপ্তাহ তারা সেখানে অবস্থান করছিলেন। দুই সপ্তাহ পর্যবেক্ষণের সময় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ট অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার পর তারা করোনা ভাইরাস কর্তৃক আক্রান্ত নন বিবেচিত হওয়ায় আজ তাদেরকে মুক্তি প্রদান করা হয়।

যারা আজ রিলিজ পেয়ে বাসায় যাওয়ার অনুমতি পেলেন, তারা একে একে হোটেলের বাহিরে আসলে বিভিন্ন মিডিয়ার কর্মীরা তাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকারে তারা কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানীর প্রশংসা করেন এবং বলেন, এখানে অত্যন্ত আরামদায়ক ভাবে তাদের রাখা হয়েছিল। আতীথেয়তাটা এমন যে, তাদের ইচ্ছে হচ্ছে আরো যেন কয়েকদিন এখানে থাকেন। তারা এখানে তাদের চেকআপ সহ সকল বিষয়ের সেবায় সন্তুষ প্রকাশ করেন।