মোঃ আনিসুর রহমান : বাংলাদেশের শিক্ষা ও চারুকলায় বিশেষ অবদানের জন্য ‘ইন্দ্রিরা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।
সোমবার (২৫ জুলাই) বিকেলে কলকাতার অচিমিন স্মরণী এলাকায় অবস্থিত সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ‘ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উপলক্ষে আয়োজিত দুই বাংলার সম্প্রীতি উৎসবে এই পুরস্কার পান তিনি। পুরস্কারপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, এই পুরস্কার পাওয়ায় আমি খুবই আনন্দিত। এ পুরস্কারপ্রাপ্তি চারুচর্চার প্রকৃত আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং একই সাথে নিজের শিল্পচর্চার ক্ষেত্রকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো পরিশীলিত করতে আমাকে প্রণোদনা যোগাবে নিঃসন্দেহে।