ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ইতালির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দেশটির রাজধানী রোমে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি’ গান গাওয়ার মাধ্যমে ২০ ফেব্রুয়ারির রাত ১১টায় অনুষ্ঠানের সূচনা হয়। এ ছাড়া স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত মর্মস্পর্শী দেশাত্মবোধক গানও পরিবেশন করা হয়।
একুশের প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমের দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতারাসহ সর্বস্তরের প্রবাসীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাতের শীত উপেক্ষা করে এই অনুষ্ঠানে ৫০টির বেশি সংগঠনের নেতারাসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।