বলিউড সুপারস্টার আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিক্রেট সুপারস্টার’কে সরিয়ে নিউইয়র্কের একটি সিনেমা হলে শো বেড়েছে বাংলাদেশি আরিফিন শুভর ‘ঢাকা অ্যাটাক’র।
এমনটাই জানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’র বিশ্ব পরিবেশনার দায়িত্বে থাকা স্বপ্ন স্কয়ার ক্রোর কর্ণধার সজীব সপ্তক।
বিশ্বের অন্যতম বড় মাল্টিপ্লেক্স চেইন ‘রিগ্যাল’র নিউইয়র্ক শাখা ‘কাফম্যান অ্যাস্টোরিয়া’তে ‘ঢাকা অ্যাটাক’র প্রথম শো ছিল গত শুক্রবার।
প্রথম শো হাউজফুল হওয়ার পর হল কর্তৃপক্ষ শনিবার আমির খানের বহুল আলোচিত ‘সিক্রেট সুপারস্টার’ অন্য একটি ছোট হলে স্থানান্তর করে সবচেয়ে বড় হলগুলোর একটিতে বাংলাদেশি ছবিটি চালায়।
সে শোটিও হাউজফুল হওয়ার সুবাদে হল কর্তৃপক্ষ রোববার একটি শো বাড়িয়ে দুটি শো প্রদর্শনের সিদ্ধান্ত নেয়— বিকেল তিনটায় ও রাত সাড়ে নয়টায়।
সজীব সপ্তক বলেন, ‘আয়নাবাজি’ ভাল চলার পর ইতালিতে বাংলা ছবির ভিত শক্ত হয়েছে। ‘ঢাকা অ্যাটাক’ এক সপ্তাহে রেকর্ড ৮৯টি শো পেয়েছে। এবার নিউইয়র্কে ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বাংলাদেশি ছবির ভিত শক্ত হলো।’
দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৬ অক্টোবর। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, এবিএম সুমন, মাহিয়া মাহি, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।