আমাদের কাছে খবর আছে : কাদের

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কাছে খবর আছে- দেশি-বিদেশিদের নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। এতে কোনো লাভ হবে না। জনগণকে নিয়ে আমরা তা প্রতিহত করব।’

বিগত ২০১৪ সালের নির্বাচনের সময়ের সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ পাশে না থাকায় বিএনপি নির্বাচন থেকে পালাতে চায়। তাই বিএনপির নেতাকর্মীরা নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি গত ১০ বছর ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়েছে। বেগম খালেদা জিয়ার ডাকেও জনগণ সাড়া দেয়নি।’

এর আগে শনিবার সকালে নির্বাচনী ট্রেনে চড়ে উত্তরবঙ্গ সফরে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নীলফামারীতে পৌঁছায়। যাত্রাপথে বিভিন্ন স্টেশনে পথসভায় বক্তব্য রাখেন নেতারা।