আপত্তিকর অবস্থায় স্ত্রী, অতঃপর…

কর্মসূত্রে বাইরে থাকেন। কিন্তু বাসায় স্ত্রী কী করছেন, তার সব খবরাখবরই পেতেন প্রতিবেশীদের কাছ থেকে। অনেকে বারবার সাবধানও করেছিলেন। কিন্তু স্ত্রীর ভালোবাসায় এতটাই মজে ছিলেন, যে কারোর কথায় পাত্তা দেননি তিনি। কিন্তু স্ত্রীকে চমকে দেয়ার জন্য না বলেই বাসায় এসে তিনি যা দেখলেন তা সহ্য করতে পারলেন না। বিছানায় অন্য পুরুষের সঙ্গে অন্তঃরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেন স্বামী নাজির। সোমবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই দিন ইমরান নাজির হঠাৎ করেই বাসায় ঢুকে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে জাহাঙ্গীরকে। এসময় জাহাঙ্গীরের মাথায় বাটাম দিয়ে আঘাত করেন ইমরান। পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। মানবকণ্ঠ