ত্রিশালে আওয়ামী লীগের ভোট বৃদ্ধিতে আনিছের নেতৃত্ব গুরুত্বপূর্ণ

খায়রুল আলম রফিক : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার টানা ৩ বার নির্বাচিত জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কারও কাছে রাজনৈতিক গুরু, কারওবা সহযোদ্ধা, কেউ আবার তাকে মানেন অভিভাবক, আবার কারও কাছে ‘মেয়র সাহেব’।

দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক সংকটে সম্ভাবনায় ত্রিশালের মানুষের পাশে থেকে এই আওয়ামী লীগ নেতা হয়ে উঠেছেন সিংহ পুরুষ । কেবল রাজনৈতিক দলের নেতাকর্মী নন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রিকশা চালক, দিনমজুর – সব শ্রেণি পেশার মানুষের কাছে এবিএম আনিছুজ্জামান আনিছ একজন নিবেদিত প্রাণ । মেয়র আনিছ শ্রদ্ধার পাত্র, সবার কাছে গ্রহণযোগ্য। ত্রিশাল আ.লীগের নেতাকর্মীদের কাছে তিনিই একজন গ্রহণযোগ্য ব্যক্তি ও সকলের আস্থাভাজন নেতা। যে কোনো কঠিন সময়ে তিনি ত্রিশালবাসীর পক্ষে দাঁড়ান। ত্রিশাল আ.লীগের অনেক বড় মাপের নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ । কর্মীবান্ধব, জনবান্ধব দেশপ্রেমিক নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি – জামায়াতবিরোধী আন্দোলন সংগ্রামে তিনি রয়েছেন সামনের কাতারে। ত্রিশালের উন্নয়নে কণ্ঠস্বর ও রুপকার দুটোই তিনি ।

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় দল থেকে বহিস্কার করা হয় জনপ্রিয় মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছকে । যদিও ইতিপূর্বে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রায় ২০ জন নেতাকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র আনিছকেও ক্ষমা করে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি করা হবে এমন আশা সিংহভাগ নেতা- কর্মীর ।

ত্রিশালে দলীয় সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখ হিসাবে এবিএম আনিছুজ্জামান আনিছকে নেয়ার আহবান জানিয়েছেন তৃণমূল নেতা- কর্মীরা । মেয়র আনিছকে দায়িত্ব দেয়া হলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করবেন সেটাই তাদের প্রত্যাশা। তাদের প্রত্যাশা আনিছকে দায়িত্ব দেয়া হলে তিনি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দলের ভোট বাড়াবেন । বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তিনি কাজ করবেন । সঠিক নির্দেশনার মাধ্যমে ত্রিশাল আওয়ামী লীগকে এগিয়ে নিবেন ।