
নিজস্ব সংবাদদাতা: মুক্তাগাছায় অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ শে এপ্রিল বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজারে এই ইফতার মাহফিলের আয়োজন করে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ। উক্ত ইফতার মাহফিলে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম জে এইচ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ও এফ রহমান এন্ড কে নেসা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হীরা সোবাহান।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলার সদস্য এস এম আবু সাঈদ, ৮নং দাওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওঃ আব্দুল লতিফ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুবদল নেতা ও কবি সেলিম সাইফুল, এফ রহমান এন্ড কে নেসা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক মামুন আল গাইয়ুম, সাংবাদিক আজিজুল ইসলাম,অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, হাছিবুর রহমানসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।